বুধবার , ৭ অক্টোবর ২০২০ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সুবর্ণচরে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

Paris
অক্টোবর ৭, ২০২০ ৮:৩২ অপরাহ্ণ

নোয়াখালীর সুবর্ণচরে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের প্রভিটা ফিডের পেছনের একটি ধানক্ষেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে চরজব্বার থানা পুলিশ।

নিহত গৃহবধূ নুর জাহান বেগম (৪৩) উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন জানান, মরদেহের দুই টুকরো উদ্ধার করা হয়েছে। টুকরোগুলোর মধ্যে মাথা ও কোমরের অংশ উদ্ধার করা হয়েছে। বুক আর পায়ের অংশের খোঁজ করছে পুলিশ।

নিহতের ছেলে হুমায়ুন কবির (২৮) বলেন, ‘বুধবার ভোর থেকে আমার মা নিখোঁজ ছিলেন। বিকেলের দিকে ধান ক্ষেতে শামুক খুঁজতে গিয়ে স্থানীয় এক নারী মরদেহের টুকরো অংশগুলো দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে গিয়ে আমি মায়ের মরদেহ শনাক্ত করি।

ওসি সাহেদ উদ্দিন চৌধুরী বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’

সর্বশেষ - জাতীয়