শনিবার , ২১ জুলাই ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সীমান্তে বিএসএফের গুলিতে স্কুলছাত্র নিহত

Paris
জুলাই ২১, ২০১৮ ১১:০৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কাঁঠালডাঙ্গী গ্রামের নবম শ্রেণীর ছাত্র হোসেন আলী (১৫) ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছে। সে ওই গ্রামের মোস্তফার ছেলে।

গেদুরা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সদস্য মঞ্জুরুল ইসলাম জানান, হোসেন আলী শুক্রবার বিকাল পর্যন্ত বাড়িতে ছিল। সন্ধ্যার পর দলবদ্ধ হয়ে সে তার বাড়ি থেকে দক্ষিণে ডাবরি সীমান্ত এলাকায় যায়। ওই সময় তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ে ডাবরির সীমান্তের বিপরীতে ভারতের নারগাঁও বিএসএফ চৌকির টহল দল। বুলেটে হোসেন আলী গুরুতর আহত হয়। অন্যরা দৈব্যক্রমে বেঁচে যায়। হোসেনকে তার সঙ্গীরা বাড়িতে আনে।

পরে চিকিৎসার উদ্দেশ্যে ঠাকুরগাঁও শহরে আনার পথে রাত আনুমানিক ১১টায় হোসেন আলী ঠাকুরগাঁও রোড এলাকায় প্রাণ হারায়। তার পেটে বুলেটের ক্ষত রয়েছে বলে রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউপির সাবেক ওয়ার্ড সদস্য শরিফ জানান।

তিনি বলেন, হোসেন আলী তার ফুফার বাড়ি ভরনিয়া গ্রামে থেকে লেখাপড়া করে। সে ওই এলাকার মধ্য ভরনিয়া মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র। শনিবার সকালে তার মরদেহ ফুফার বাড়ি থেকে তার গ্রামের বাড়ি নেয়া হয়।

হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস এ ঘটনা নিশ্চিত করে বলেন, ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর হোসেন আলীর দাফন সম্পন্ন হবে।

সর্বশেষ - জাতীয়