মঙ্গলবার , ৪ জানুয়ারি ২০২২ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সিনেমায় প্রথমবার নুসরাত ফারিয়া ইয়াশ রোহান

Paris
জানুয়ারি ৪, ২০২২ ৯:৫২ পূর্বাহ্ণ

নুসরাত ফারিয়া ও ইয়াশ রোহান আলাদাভাবে এতদিন অভিনয় করলেও প্রথমবার জুটি বাঁধলেন সিনেমায়। এটির নাম ‘পর্দার আড়ালে’। পরিচালনা করবেন পারভেজ আমিন। সিনেমার গল্পও তার লেখা।

সম্প্রতি আরটিভি কার্যালয়ে এটির চুক্তিপত্রে স্বাক্ষর করেন এই অভিনয় শিল্পীরা। এটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। সিনেমাটি প্রসঙ্গে পরিচালক পারভেজ আমিন বলেন, ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। আশা করি সবাই আমাদের জন্য ভালোবাসা রাখবেন।

চিত্রনায়ক ইয়াশ রোহান বলেন, দর্শক এখন ভালো মানের গল্প দেখতে চান, এখানে সেই স্বাদ পাবেন। এটুকু বলতে পারি, দর্শক হতাশ হবেন না।

নুসরাত ফারিয়া বলেন, বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। টিমের সবাই মিলে দর্শকদের একটি ভালো কাজ উপহার দিতে চাই।

সিনেমাটির চুক্তিবদ্ধ হওয়ার এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, ডেপুটি হেড অব নিউজ মামুনুর রহমান খান প্রমুখ। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে চলতি মাসেই এটির শুটিং শুরু হচ্ছে।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - বিনোদন