রবিবার , ১৪ এপ্রিল ২০১৯ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সিটি পার্ক ভবনের আগুন নিয়ন্ত্রণে, ফায়ারম্যান আহত

Paris
এপ্রিল ১৪, ২০১৯ ৮:৪৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর মিরপুর ১৪ এর (কচুক্ষেত) পুলপাড় এলাকার সিটি পার্ক ভবনের আগুন নিভিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

দমকল বাহিনীর আড়াই ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।তবে আগুন নেভাতে গিয়ে রুহুল আমিন ন‌ামের একজন ফায়ারম্যান আহত হয়েছেন বলে জানান তিনি।রোববার (১৪ এপ্রিল) বিকাল ৫ টা ২০ মিনিটের দিকে এ আগুন লাগে।

আগুন নেভানোর কাজে সেনা ও নৌ বাহিনীর সদ্যস্যরাও যোগদান করেন।

প্রত্যক্ষদর্শী আলমগীর জানিয়েছিলেন, বিকাল ৫ টা ২০ কচু‌ক্ষে‌তের ইব্রাহীমপুরের পুলপাড় এলাকায় একটি ১০ তলা ভবনে আগুন লাগে।

ঘটনাস্থলে উপস্থিত কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল রহমান বলেন, কাফরুল থানাধীন কচুক্ষেতের পুলপাড় এলাকার যে ভবনে আগুন লেগেছে সেটি সিটি পার্ক সেন্টার নামে পরিচিত।রেস্টুরেন্টের ওপর ষষ্ঠ ও সপ্তম তলায় গার্মেন্টসের গোডাউন আছে। সেখানে আগুন লেগেছে।

এস আই ফয়সাল রহমান আরও জানান, গার্মেন্টসের গোডাউন তালাবদ্ধ ছিল। তবে আগুন লাগার ফ্লোর থেকে কোনো লোকজনকে দেখা যায়নি। পহেলা বৈশাখের ছুটি থাকায় ভবনে কোনো মানুষ ছিল না, সে কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ - জাতীয়