বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সামাজিক ও আধ্যাত্মিক বিপ্লব ঘটাতে হবে

Paris
অক্টোবর ৩১, ২০১৯ ৬:২২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেছেন, জাকের পাটি আদর্শের সংগ্রাম করছে। ক্ষমতায় যাওয়ার সংগ্রাম নয়। সামাজিক, আধ্যাত্মিক বিপ্লব ঘটাতে হবে। বাংলাদেশকে গড়ে তুলতে হবে। জনগণকে গড়ে তুলতে হবে।

চট্টগ্রামে কাজির দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর ও জেলা জাকের পার্টির যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ সব কথা বলেন। হাজারো নেতাকর্মীর প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে এ সভায় মহানগর ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জাকের পার্টি চেয়ারম্যান দুঃখ প্রকাশ করে বলেন, কিশোর, তরুণদের প্রযুক্তির অপব্যবহারে বিভ্রান্ত করা হচ্ছে। বিপথগামী করা হচ্ছে। কিশোর গ্যাং হচ্ছে। দেশ বিপন্ন করার ষড়যন্ত্র হচ্ছে। আমরা এ পরিস্থিতির পরিবর্তন চাই।

মোস্তফা আমীর ফয়সল বলেন, অর্থ আর প্রাচুর্য দিয়ে কি হবে, যদি জীবনই না বাচে। মানুষ যদি অসভ্য হয়ে যায়, তাহলে আইন আর আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী দিয়ে কতটুকু কি করা যাবে? আমাদের মাঝে মায়া, মমতা, ভালোবাসা নেই। মানবরূপী দানবে পরিণত হচ্ছে মানুষ। এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।

সর্বশেষ - রাজনীতি