মঙ্গলবার , ১১ সেপ্টেম্বর ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাফ ফুটবলে ব্যর্থতার বিচার বিভাগীয় তদন্ত দাবি

Paris
সেপ্টেম্বর ১১, ২০১৮ ১১:৫৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উপমহাদেশীয় ফুটবলে শ্রেষ্ঠত্বের পরিচায়ক সাফ চ্যাম্পিয়নশিপে ধারাবাহিক ব্যর্থতার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন ফুটবল সংগঠক এবং জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মো. রুহুল আমিন।

সোমবার মহখালীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ‘২০০৯ সালের পর বাংলাদেশ আর সাফ ফুটবলের শেষ চারে খেলতে পারেনি। এবারই বাংলাদেশের সেমিফাইনালে খেলার উজ্জ্বল সম্ভাবনা ছিল। কেন বাংলাদেশ সেমিফাইনালে খেলতে পারল না, হতাশায় ডুবল, তার তদন্ত হওয়া উচিত। এটি ফুটবল ফেডারেশন নিজেও করতে পারে অথবা আইনের আওতায় পড়লে বিচার বিভাগীয় তদন্তও হতে পারে। কেন ধারবাহিকভাবে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ, তা খুঁজে বের করা সময়ের দাবি।’

রুহুল আমিন আরও বলেন, ‘জাতীয় দল ও একাদশ গঠনে সঠিক মাপকাঠি ব্যবহৃত হয়েছে কি না তা খতিয়ে দেখতে হবে। ব্যক্তি বা ক্লাব স্বার্থকে প্রাধান্য দিয়ে জাতীয় স্বার্থকে দূরে ঠেলে দেয়া হয়েছে কি না তা অবশ্যই খুঁজে বের করতে হবে। সামনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল। এ টুর্নামেন্টেও যদি একই অবস্থা হয়, তবে ধ্বংস হয়ে যাবে দেশের ফুটবল।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় দলের ধারাবাহিকতা রাখে না উল্লেখ করে রুহুল আমিন বলেন, ‘তাদের কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেই। জাতীয় দলের নির্দিষ্ট কোনো কাঠামো নেই। মাত্র কয়েক মাস ক্যাম্প করেই তাদের কাছ থেকে সাফল্য চাওয়া হয়। না পারলে দোষ দেয়া হয় তাদের। কেউ দায়িত্ব নিতে চায় না।’

তিনি বলেন, ‘অথচ গত নির্বাচনের ইশতেহারে স্পষ্ট উল্লেখ ছিল কেমন হবে জাতীয় দলের কাঠামো আর খেলোয়াড় তৈরির জন্য নেয়া হবে কী কী উদ্যোগ। কিছুই করা হয়নি বলেই বারবার ব্যর্থতার বৃত্তে আটকে আছে জাতীয় দল। এ অবস্থার পরিবর্তন জরুরি।’

 

 

সর্বশেষ - খেলা