শুক্রবার , ৯ জুন ২০১৭ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাইবার হানায় আক্রান্ত সংবাদ সংস্থা আল-জাজিরা

Paris
জুন ৯, ২০১৭ ৩:৫৪ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: মধ্য এশিয়ার একাধিক সন্ত্রাসবাদের ঘটনাকে লাগাতার প্রশ্রয় দেওয়ায় কাতারের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছে সৌদি আরব সহ মিশর, আরব আমিরশাহি ও বাহারিনের মতো দেশগুলি৷ মধ্য এশিয়ার প্রধান চার দেশের এহেন সিদ্ধান্তের জেরে কাতার যে সঙ্কটের সম্মুখীন হবে তা আর বলার অবকাশ রাখে না৷ সৌদি আরবের সংবাদসংস্থা এসপিএ জানিয়েছে, বিগত বেশ কয়েক বছর ধরেই লাগাতার সন্ত্রাসবাদকে মদত দিয়ে চলেছে কাতার৷ এই বিষয়ে সৌদি আরব বা অন্যান্য দেশগুলি সরব হলেও তাতে খুব একটা আমল দেয়নি দোহা৷ কয়েক মাস আগেই সৌদি আরবের তরফে এক বিবৃতিতে জানানো হয় কাতার যদি সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ না করে তাহলে সমস্ত বাণিজ্যিক চুক্তির পথ থেকে সরে দাঁড়াতে বাধ্য হবে৷এদিন সেই হুশিয়ারিকে কার্যত বাস্তবে পরিণত করল সলমনের দেশ৷ ইতিমধ্যে সমস্ত বিমান ও জাহাজ সংস্থাগুলিকে নির্দেশ পাঠিয়েছে মিশর৷ তাতে বলা হয়েছে কাতারের উদ্দেশে আপাতত বন্ধ রাখতে হবে সমস্ত উড়ান৷ জাহাজ পরিষেবাও এখন পাওয়া যাবে না বলে জানানো হয়েছে৷

২০২২ এর ফুটবল বিশ্বকাপ হওয়ার কথা কাতারে৷ কিন্তু তার ঠিক বছর পাঁচের আগে কাতারের একাধিক প্রতিবেশী রাষ্ট্রের এহেন আচরণ দোহাকে যে শান্তি দেবে না তা বলাই যেতে পারে৷ এবিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, ২০১৩তে কাতারে নিজেদের অফিস চালু করে তালিবান৷ তারপর থেকেই কাতারের বিরুদ্ধে একটা ক্ষোভ ছিলই অন্যান্য দেশগুলির৷যদিও পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আইএস জঙ্গি বিরোধী এক চুক্তি হয়৷তাতে কাতারও সই করে৷

সূত্র: কলকাতা ২৪

সর্বশেষ - সব খবর