সোমবার , ১৩ আগস্ট ২০১৮ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সরকারি চাকরিজীবীদের বৃহস্পতিবারের মধ্যে বেতন পরিশোধের নির্দেশ

Paris
আগস্ট ১৩, ২০১৮ ৬:৩৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে সরকারি চাকরিজীবীদের চলতি মাসের বেতন-ভাতা ও বোনাস আগামী বৃহস্পতিবারে পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা অধিশাখা থেকে এ নির্দেশ জারি করা হয়। নির্দেশের এ চিঠি হিসাব মহানিয়ন্ত্রক ও কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স ফাইন্যান্সে পাঠানো হয়েছে।

জারিকৃত নির্দেশনায় বলা হয়, আগামী ২২ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে। ফলে সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার ও কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতা বোনাস আগামী ১৬ আগস্টের মধ্যে প্রদান করা হবে।

পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা একই সময়ে প্রাপ্য সুবিধা পাবেন। বাংলাদেশ ট্রেজারি রুলস এর এস আর ১১৩(২) ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয় বলে উল্লেখ করা হয়।

 

সর্বশেষ - জাতীয়