শ্রীলঙ্কার টিম বাসে হামলাকারী ৪ জঙ্গি নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

২০০৯ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যাওয়ার সময় শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসে সন্ত্রাসী হামলা হয়।

এরপর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ।

ওই হামলায় অংশ নেওয়া লঙ্কর-ই-জাংভির ৪ জঙ্গি আজ রোববার ভোরে পাকিস্তান পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

এ বিষয়ে পাঞ্জাব পুলিশের সিআইডি বিভাগের একজন মুখপাত্র বলেন, ‘রোববার ভোর রাতে পুলিশের উপর হঠাৎ আক্রমণ চালায় সন্ত্রাসীরা। পুলিশের পাল্টা গুলিতে চার সন্ত্রাসী ঘটনাস্থলেই নিহত হয়। তিনজন অন্ধকারে পালিয়ে যায়। নিহত চারজনের পরিচয় মিলেছে। তারা হল- যুবায়ের আলিয়াস নায়িক মুহাম্মদ, আব্দুল ওয়াহাব, আদনান এরশাদ ও আতিকুর রহমান। তারা চারজন ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলায় জড়িত ছিল। পাশাপাশি ২০০৮ সালে লাহোরের মুন মার্কেটের হামলায়ও জড়িত ছিল।’

ঘটনা স্থল থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

 
সূত্র : রাইজিংবিডি