শুক্রবার , ১৪ অক্টোবর ২০২২ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শ্রীপুরে ভয়াবহ আগুনে ৭৭টি ঘর পুড়ে ছাই

নিউজ ডেস্ক
অক্টোবর ১৪, ২০২২ ১২:৫৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৭টি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টায় রাতেই আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ওই পাঁচ বাড়িসংলগ্ন মেঘনা সাইকেল কারখানা ও ডেকু গার্মেন্টস। পুড়ে যাওয়া ঘরগুলোর বাসিন্দাদের বেশিরভাগই ওই দুই কারখানার শ্রমিক।

ক্ষতিগ্রস্ত পাপিয়া আক্তার জানান, কারখানা থেকে ফিরে রান্নার পর খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। হঠাৎ প্রতিবেশীদের ’আগুন-আগুন’ চিৎকারে দৌড়ে বাইরে যান।

প্রত্যক্ষদর্শী সুজন মিয়া জানান, আগুন লাগার পর প্রথমে তারা নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় রাত সোয় ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. বেলাল জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। তবে আগুনে ৭৭টি ঘর পুড়ে গেছে। সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - রাজশাহীর খবর