রবিবার , ১১ ডিসেম্বর ২০১৬ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শুনি আহাজারি তাদের…

নিউজ ডেস্ক
ডিসেম্বর ১১, ২০১৬ ৪:২১ অপরাহ্ণ

শফিকুল ইসলাম

আমাদের কবিতার আধেয় অনেক বড়
রাজকীয় নয়
কবিতায় চাঁদকে আমরা চাঁদই বলি
বিলাসীতায় উপমা দেই না
ফুটিয়ে তুলি যাপিত জীবন
অনেকরই কষ্টময় মরণ
শেষ প্রস্তান…


কবিতায় কখনো কান্না ঝরে
আবার হাসির রোলে জীবনও হাসে
সস্তা আধেয়-ই আমাদের কাছে এসে ভীর করে
তা থেকেই আমরা জীবন বুঝি
মৃত্যুরও হিসাব কষে নিই।

কবিতায় আমাদের প্রতিবাদের রূপ
আরো থেকে আরো হয় স্বরূপ
শরীরে কম্পন ধরে যায়
কবিতায় শীত, বরষা, হেমন্ত
থাকে আবার নাতিশীতোষ্ণ
কবিতায় আসে ফালগুনের আগুন
পাতাঝরা গাছের আহাজারি এবং গুণ
এভাবেই কেটে যায় দিন, সময়
মাস ঋতু, বছর, ক্ষণ।

আমাদের কবিতায় ধানসিঁড়ি শালিকের দেশ
গ্রামের মেঠোপথ, কুঁড়েঘরের কথা বলে
পিসঢালা রাস্তা, রাজকীয় ভাব-সাব শহুরে অট্টালিকার কথা কমই বাজে
কবিতা নিষ্পাপ, নিরুপায়, অতিষ্ঠ
বৈষ্যমের শিকার প্রতিটি ক্ষণে
শুনি আহাজারি তাদের।
 
শফিকুল ইসলাম
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
০১৭৫৪৬৮৫৫২৬

সর্বশেষ - রাজশাহীর খবর