শুক্রবার , ৪ অক্টোবর ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শিবগঞ্জে শারদীয় দূর্গোৎসব উদ্বোধন করলেন ভারতীয় সহকারি হাই কমিশনার

Paris
অক্টোবর ৪, ২০১৯ ৯:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলার পুখুরিয়ায় সার্বজনীন পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসবের উদ্বোধন করেন ভারতীয় দূতাবাস রাজশাহীর সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি। শুক্রবার সন্ধ্যায় কানসাট ইউনিয়নের পুখুরিয়ায় তিনি শারদীয় দূর্গোৎসবের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ অনন্য সম্প্রীতির উদাহরণ, যেখানে সকল ধর্মের সহবস্থান রয়েছে। এর মধ্যদিয়ে সম্প্রীতির সেতুবন্ধন হিসেবে দু’দেশের মধ্যে আরো গভীর সম্পর্ক গড়ে উঠবে।

এর আগে বিকেলে শারদীয় দূর্গোৎসবকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কানসাট ইউনিয়নের পুখুরিয়ার সার্বজনীন পূজা কমিটির আয়োজনে এ সভা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখারযুগ্ম সাধারণ সম্পাদক কুনাল মূখার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

বিশেষ অতিথি’র বক্তব্য দেন, জনস্বাস্থ্য ইন্সটিটিউটের উপ-পরিচালক ডা. তড়িৎ কুমার সাহা, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, শিবগঞ্জ পৌর মেয়র এ আর এম আজরী মোহাঃ কারীবুল হক রাজিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি কনক রঞ্জন দাস, সাধারণ সম্পাদক প্রনব কুমার পাল, সার্ব্বজনীন পূজা কমিটির সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর