শুক্রবার , ১৩ জুলাই ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শিবগঞ্জে প্রয়াত ইউএনও শফিকুল ইসলামের শোকসভা

Paris
জুলাই ১৩, ২০১৮ ৩:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রয়াত শফিকুল ইসলামের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। তর্ত্তিপুর মহাশ্মশান কমিটির উদ্যোগে শুক্রবার দুপুরে মহাশ্মশান প্রাঙ্গনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় সভাপতিত্ব করেন, তর্ত্তিপুর মহাশ্মশান কমিটির সভাপতি সাধন কুমার মনিগ্রাম। এসময় প্রয়াত ইউএনও’র স্মৃতিচারণ করে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, তর্তিপুর মহাশ্মশানের প্রধান সমন্বয়ক বাবুল কুমার ঘোষ, মহাশ্মশান কমিটির সহসভাপতি মটর চন্দ্র সাহা, প্রদীপ কুমার বড়গড়িয়া, সাধারণ সম্পাদক কমল কুমার ত্রিবেদীসহ অন্যরা।

শোকসভায় প্রয়াত উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের জীবনী নিয়ে তুলে ধওে বক্তারা বলেন, হরিজন, দলিত ও বঞ্চিত সম্প্রদায়ের জন্য তিনি নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। এছাড়া সনাতন সম্প্রদায়ের তর্ত্তিপুর মহাশ্মশানকে আধুনিকতার জন্য নানা প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তাঁর অক্লান্ত পরিশ্রমে শিবগঞ্জ উপজেলা গড়তে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার মধ্যে ছিল, বাল্যবিয়ে মুক্ত ও শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ স্কাউটিং পদ্ধতি চালু হয়েছে।

শোকসভায় তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বক্তারা। এর আগে প্রয়াত ইউএনও শফিকুল ইসলামের রুহের মাগফেরাতের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে মহাশ্মশানের চুল্লি নির্মাণের ঢালাই কাজের উদ্বোধন করেন অতিথিরা।

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর