বুধবার , ৯ মার্চ ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লেওয়ানডস্কি করলেন হ্যাটট্রিক, গড়লেন অনন্য রেকর্ড

Paris
মার্চ ৯, ২০২২ ৯:২৩ পূর্বাহ্ণ

চ্যাম্পিয়ন্স লিগে নিজের কারিশমা ফের দেখালেন  রবের্ত লেওয়ানডস্কি। করলেন হ্যাটট্রিক, গড়লেন রেকর্ড। এতেই শেষে নয়; তার হ্যাটট্রিকে চড়ে কোয়ার্টার-ফাইনালে উঠল বায়ার্ন মিউনিখ।

আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতটা ছিল এই পোলিশ তারকাময়। তার হ্যাটট্রিকসহ সালসবুর্ককে গোল বন্যায় ভাসিয়ে দিল ছয়বারের চ্যাম্পিয়নরা।

শেষ ষোলোর ফিরতি লেগে ৭-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে এগিয়ে পরের ধাপে পা রাখল জার্মানির সেরা দলটি।

সালসবুর্কের জালে প্রথমার্ধেই এক হালি পূরণ করে বায়ার্ন। লেওয়ানডস্কির হ্যাটট্রিকের পর হালি পূরণ করেন সের্গেই জিনাব্রি।

৪-০ গোলে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর জোড়া গোল করেন টমাস মুলার। ৭০তম মিনিটে দারুণ গোলে ব্যবধান কমান কাইগার্ড। শেষ দিকে জালের দেখা পান লেরয় সানে।

লেওয়ানডস্কির হ্যাট্রিকের দুটি গোলই আসে প্যানাল্টি থেকে। প্রথমটি ১২তম মিনিটে ও দ্বিতীয়টি ২১তম মিনিটে।
আরেকটি স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন পোলিশ ফরোয়ার্ড।

সফল স্পটকিকের মাত্র দুই মিনিট পরে নিজের হ্যাটট্রিক পূরণ করেন লেওয়ান।

২৩তম মিনিটে মাঝমাঠ থেকে মুলারের লম্বা পাস ক্লিয়ার করতে বক্সের বাইরে বেরিয়ে আসেন গোলরক্ষক। লেওয়ানডস্কি ছুটে গিয়ে ফাঁকা জালে বল জড়িয়ে দেন অনায়াসেই।

আর এই গোলের সঙ্গে একটি অনন্য রেকর্ড গড়ে ফেলেন গত দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।

সেটি হলো চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচের শুরু থেকে সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিক করা। এটি ছিল ২৩ মিনিটে। ১৯৯৬ সালে ইন্টার মিলানের হয়ে রসেনবর্গের বিপক্ষে মার্কো সিমোনের ২৪ মিনিটে হ্যাটট্রিক ছিল আগের রেকর্ড।

এবারের আসরে লেভানদোভস্কির এটি দ্বিতীয় হ্যাটট্রিক। এই মাঠেই গ্রুপ পর্বে বেনফিকার বিপক্ষে ৫-২ গোলে জয়ের ম্যাচে করেছিলেন প্রথমটি। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৩৩ বছর বয়সী এই ফুটবলারের হ্যাটট্রিক হলো ৫টি।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - খেলা