মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০১৯ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮ উইকেট নেওয়া কে এই তরুণ, আছেন ত্রিদেশীয়ে সিরিজেও

Paris
সেপ্টেম্বর ১০, ২০১৯ ১১:৩৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ক্যারিয়ারের মাত্র তৃতীয় লিস্ট ‘এ’ ম্যাচে খেলতে নেমেই ৮ উইকেট নিয়ে হৈচৈ ফেলেছিলেন মাত্র ১৯ বছরের এক অখ্যাত তরুণ। আসন্ন ত্রিদেশীয়ে সিরিজে জাতীয় দলে অখ্যাত এই তরুণ পেসার ডাক পেয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, তার নাম ইয়াসির আরাফাত মিশু। গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে ৮.১ ওভার বল করে ৪০ রান দিয়ে নিয়েছিলেন ৮ উইকেট (৮.১-১-৪০-৮) নেন তিনি। যা কিনা প্রথম বাংলাদেশি বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮ উইকেট নেওয়ার অনন্য কৃত্বী। আর বিশ্বে মাত্র ১১তম।

এমনকি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আফগানিস্তান ‘এ’ এবং বাংলাদেশ ইমার্জিং টিমের হয়ে শ্রীলংকা ইমার্জিংয়ের বিপক্ষে খেলেছেন মিশু। এছাড়া এইচপিতেও ভাল পারফর্মেন্স তার। এসব দেখেই বোর্ড কর্তাদের নজর কেড়েছেন এই ডানহাতি পেসার। যদিও বারবার ইনজুরির সাথে লড়াই করেছেন তিনি।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, শেখ মেহেদি হাসান, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও ইয়াসিন আরাফাত মিশু।

সর্বশেষ - খেলা