বুধবার , ৮ ফেব্রুয়ারি ২০১৭ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লালাখালের চোরাবালিতে ডুবে যাওয়া শশী চাঁপাইনবাবগঞ্জ কলেজের উপাধ্যক্ষের ছেলের

Paris
ফেব্রুয়ারি ৮, ২০১৭ ৪:০৮ অপরাহ্ণ

ভ্রাম্যমান প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুরের লালাখালের চোরাবালিতে ডুবে যাওয়া শশী হলেন  চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ ইব্রাহিম হোসেনের ছেলে। তার পুরো নাম ইসাহাক ইব্রাহিম শশী। পারিবারিক সূত্রে শশী’র মারা যাওয়ার ঘটনাটি নিশ্চিত করা হয়েছে।

 
পারিবারিক সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর গ্রামের বাসিন্দা ও চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ ইব্রাহিম হোসেনে ছেলে কিশোরগঞ্জের বাজিপুরের জহুরুল ইসলাম বেসরকারী মেডিকেল কলেজের ছাত্র শশীসহ তার ৫ সহপাঠি সিলেটের জৈন্তাপুর লালাখাল পরিদর্শনে যায়। মঙ্গলবার বিকেল ৫টার দিকে জৈন্তাপুর লালাখালের মিস্ত্রিঘাটের জলরাশিতে গোসল করতে গিয়ে তার এক বন্ধু চোরাবালিতে পড়ে। তাকে উদ্ধার করতে গিয়ে তলিয়ে যায় শশীও । মর্মান্তিক মৃত্যু ঘটে দুই শিক্ষার্থীর। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
মারা যাওয়া অপর শিক্ষার্থীর নাম হাসান মোহাম্মদ সাঈদ। তার বাড়ি ঢাকায়।
মঙ্গলবার রাতে অন্যান্য সহপাঠিদের কাছ থেকে মৃত্যুর সংবাদ এসে পৌছায় ইব্রাহিম হোসেনের বাড়িতে। শশীর এই করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয় স্বজন ও সহপাঠিরা ছুটে যান শশীর গ্রামের বাড়ি রাজারামপুরে।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর