শুক্রবার , ২৬ জুলাই ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লংকান শিবিরে শফিউলের প্রথম আঘাত

Paris
জুলাই ২৬, ২০১৯ ৩:৩১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দলে ফিরেই শুভ সূচনা এনে দিলেন শফিউল ইসলাম। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসানহীন ম্যাচে বাংলাদেশকে শুরুতেই সাফলূ এনে দিয়েছেন ২৯ বছর বয়সী এ পেসার। ৩২ মাস পর ওয়ানডে দলে ফিরেই ব্রেক থ্রু এনে দিয়েন তিনি। তার বলে ফাস্ট স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে দেন লংকান ওপেনার অভিস্কা ফার্নান্দো। ৭ রানে ফার্নান্দোর বিদায়ে দলীয় ১০ রানে উদ্বোধনী জুটি ভাঙে শ্রীলংকার।

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

এই ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে তামিম ইকবালের। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ইনজুরি এবং জাতীয় দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান ছুটিতে থাকায় নেতৃত্ব দিচ্ছেন তামিম।

রঙিন পোশাকে তামিমের অভিষেকের ম্যাচে বিদায় নিচ্ছেন শ্রীলংকান তারকা পেসার লাসিথ মালিঙ্গা। বাংলাদেশের বিপক্ষে খেলেই ওয়ানডে ক্রিকেটকে গুডবাই জানাবেন তিনি। মালিঙ্গার বিদায়ের ম্যাচে জয়ের সুখস্মৃতি নিয়ে ম্যাচ শেষ করতে চান সতীর্থরা।

এই ম্যাচের মধ্য দিয়ে ৩২ মাস পর ফের জাতীয় দলে ফিরেছেন পেস বোলার শফিউল ইসলাম। তাকেই ইনিংসের প্রথমে বোলিংয়ে নিয়ে এসেছেন অধিনায়ক তামিম ইকবাল।

সর্বশেষ - খেলা