রুয়েটে সমন্বিত ভর্তি পরীক্ষা শেষ, উপস্থিতি ৮২ শতাংশ

রাবি প্রতিনিধি:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কেন্দ্রে ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শনিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত দুই গ্রুফে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ৮২ দশমিক ৪২ শতাংশ। রুয়েট ছাড়াও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার আ.ফ.ম মাহমুদুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

রুয়েটের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল জানান, রুয়েট কেন্দ্রে দুই গ্রুপের মোট ৯ হাজার ৪৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৮২৬ জন উপস্থিত ছিলেন। যা মোট পরীক্ষার্থীর ৮২ দশমিক ৪২ শতাংশ।

এদিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (সাময়িক দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনসহ ঊর্ধতন কর্মকর্তারা।

জি/আর