মঙ্গলবার , ১০ আগস্ট ২০২১ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাশিয়ার হাসপাতালে অক্সিজেন সংকট, ৯ করোনা রোগীর মৃত্যু

Paris
আগস্ট ১০, ২০২১ ১০:৫০ পূর্বাহ্ণ

রাশিয়ার দক্ষিণাঞ্চলের ভ্লাদিকাভকাজ শহরের  একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে ৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ওই হাসপাতালে অক্সিজেনের পাইপ বিস্ফোরণের কারণে কিছু সময় ধরে অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। ফলে ইনটেনসিভ কেয়ার ইউনিটে অক্সিজেনের অভাব দেখা দেয়। এতেই রোগীদের মৃত্যু হয়।

স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দুর্ঘনার সময় হাসপাতালটির ইনটেনসিভ কেয়ারে ৭২ জন রোগী ছিলেন। তবে তাদের সবার অক্সিজেনের প্রয়োজন ছিল না।

এদিকে উত্তরের মজদোক শহর থেকে ভ্লাদিকাভকাজ শহরের সব হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিতের বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একমত হয়েছে স্থানীয় প্রশাসন। এর ফলে অক্সিজেনের ঘাটতি মেটানো যাবে বলে আশা করা হচ্ছে।

নর্থ ওসেটিয়া অঞ্চলের ভারপ্রাপ্ত প্রধান সের্গেই মেনিয়াইলো বলেন, ভূগর্ভস্ত অক্সিজেন পাইপে বিস্ফোরণ ঘটেছিল এবং অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক