রবিবার , ১০ মে ২০২০ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাশিয়ার কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন

Paris
মে ১০, ২০২০ ৪:১১ পূর্বাহ্ণ

করোনা আক্রান্তদের চিকিৎসা চলছিল এমন এক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

শনিবার মস্কোর উত্তরের একটি হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই হাসপাতালে ৭০০ করোনা আক্রান্তের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। এর মধ্যে ২০০ জনকে এদিন হাসপাতাল থেকে বের করে আনা হয়।

রাশিয়ার সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগুন লাগে। একতলা থেকে আগুন ছড়াতে শুরু করে। হু হু করে ধোঁয়া বের হতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে। অনেকেই অসুস্থ হয়ে পড়ে। করোনা আক্রান্ত রোগীদের কোনও ক্ষতি হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

এদিকে, ইতালি, স্পেন ও আমেরিকার পর এবার করোনাভাইরাসের ভয়াল রূপ দেখছে রাশিয়া। সেখানে মাত্র ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয় শুক্রবার। এছাড়া, একদিনে করোনায় নতুন করে মারা গেছে ১০৪ জন। শনিবার রাশিয়ার সরকারে পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

জানা গিয়েছে, রাশিয়ায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৮ হাজার ৬৭৬ জন। মারা গেছেন ১ হাজার ৮২৭ জন।

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। প্রথমে রয়েছে আমেরিকা। সূত্র: কলকাতা

সর্বশেষ - আন্তর্জাতিক