সোমবার , ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেবে না ব্রাজিল

Paris
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১২:১৯ অপরাহ্ণ

ইউক্রেনে রুশ বাহিনীর আক্রমণের পঞ্চম দিন আজ । বৃহস্পতিবার নিরাপত্তার কারণ দেখিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীকে ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ পরিচালনার নির্দেশ দেন।

ইউক্রেনে রাশিয়ার এই সামরিক অভিযান ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশ ছাড়াও এসব দেশের মিত্রদের অনেকেই রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে।  তবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে না ব্রাজিল।  খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপে রাজি নয় লাতিন আমেরিকার দেশটি। এ ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করতে চায় ব্রাজিল।

শুধু তাই নয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কঠোর সমালোচনাও করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো।

জেলেনস্কিকে কটাক্ষ করে তিনি বলেন, ইউক্রেনীয় জাতি তাদের ভাগ্যের বিষয়ে একজন কমেডিয়ানের ওপর বিশ্বাস করেছেন।

তিনি আরও বলেন, ব্রাজিলের কৃষি রাশিয়ার সারের ওপর নির্ভরশীল। এমতাবস্থায় ইউক্রেন ইস্যুতে যে কোনো পদক্ষেপ নিতে গিয়ে ব্রাজিলের কৃষি খাত ভীষণ ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানে সম্ভাব্য গণহত্যার বিষয়ে প্রশ্ন করলে, বোলসোনারো বলেন, এটিকে ‘গণহত্যা হিসেবে আখ্যা দেওয়া অতিরঞ্জন ছাড়াই আর কিছুই নয়’।

পূর্ব ইউক্রেনের লুহানস্ক এবং দোনেস্কের মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য রাশিয়ার পদক্ষেপের পক্ষেই মত দেন তিনি।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক