শুক্রবার , ১০ মার্চ ২০১৭ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রামেকে চিকিৎসাধীন অবস্থায় দুই কয়েদির মৃত্যু

Paris
মার্চ ১০, ২০১৭ ১০:৫৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই কয়েদির মৃত্যু হয়েছে। রামেক হাসপাতাল পুলিশ বক্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোমিনুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।

মৃত কয়েদিরা হলেন, পাবনা কারাগারের কয়েদি নাদির শেখ (৫৮) ও নাটোর কারাগারের বন্দি মোমিন পাটোয়ারী (৫০)। নাদির শেখ বুধবার সন্ধ্যায় এবং মোমিন পাটোয়ারী বৃহস্পতিবার সকালে মারা যান।

বুধবার সন্ধ্যা ও বৃহস্পতিবার সকালে তাদের মৃত্যু হয়। এর মধ্যে একজন পাবনার ও অপর জন নাটোর জেলা কারাগারের বন্দি ছিলেন তারা।

এএসআই মোমিনুল ইসলাম জানান, নাদির শেখ কিডনি ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ছিলেন। গত ২০ ফেব্রুয়ারি পাবনা কারাগার থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার হয়ে তাকে রামেক হাসপাতালে আনা হয়। পারিবারিক মামলার আসামি ছিলেন তিনি।

এ্যাজমা ও ডায়াবেটিকসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন মোমিন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যরা তাদের মরদেহ নিয়ে গেছেন।

 

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর