বুধবার , ১৭ ফেব্রুয়ারি ২০২১ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রামেক হাসপাতালে নারীসহ ১৭ দালাল গ্রেফতার

Paris
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ১২:২০ অপরাহ্ণ

রামেকহা প্রতিনিধি:


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নারীসহ ১৭ দালালকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ। আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রামেকের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।পরে তাদের নগর ডিবি পুলিশ কার্যালয়ে নেওয়া হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহী নগরীর চন্ডিপুর এলাকার হারুন অর রশিদের ছেলে হাসিবুল ইসলাম(২৩), একই এলাকার আবুল হোসেনের ছেলে মোঃ বাদল (৩৮), ডিংগাডোবা এলাকার মৃত রমজানের ছেলে সুর্য (৫৫), কাজিহাটা এলাকার মৃত লক্ষণ দাসের ছেলে শ্রী প্রসাদ দাস(২২), বহরমপুর ব্যাংক কলোনী এলাকার মৃত আজাহার আলীর ছেলে জুলমত (৪৩), লক্ষীপুর টিবি রোড এলাকার জসিম উদ্দিনের ছেলে মোঃ আঃ জলিল রাজা (৫৫), মেডিকেল কোয়াটার এলাকার কবির উদ্দিনের ছেলে সাইদুর রহমান বাবু (৪২), বহরমপুর লাইনের ধার এলাকার শফিকুল ইসলামের ছেলে রিয়াজ (৩৫), আইডি বাগানপাড়া এলাকার মৃত সন্তোষের মেয়ে শ্রী সঙ্গীত(৪০), সিপাইপাড়া এলাকার মৃত নরেন রায়ের ছেলে সেন্টু রায় (৪২), কাজীহাটা এলাকার মৃত আশরাফ আলীর ছেলে সুমন আলী (৪১), আলীগঞ্জ এলাকার বেলাল হোসেনের ছেলে নূর হোসেন নাইম(২৩), হাদির মোড় এলাকার মৃত খন্দকার জসিম উদ্দিনের ছেলে বাবু (৬৫), বুথপাড়া হরিজন কলোনীর মৃত স্বপনের ছেলে স্বাধীন ওরফে টিপু(২২), রায়পাড়া এলাকার মৃত সালামের ছেলে আরিফ (৩০), চারঘাট উপজেলার সলুয়া এলাকার তৌহিদুলের মেয়ে রোজিনা(৩৫) ও বগুড়া আদমদীঘির চাপাপুর এলাকার মৃত আঃ রশিদ শেখের ছেলে রনি শেখ (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন- রাজশাহী মহানগর ডিবি পুলিশের (এসি) রাকিবুল ইসলাম শামিম। তিনি জানান, রামেক হাসপাতালের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া এমন অভিযান অব্যহত থাকবে।

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর