বৃহস্পতিবার , ১২ আগস্ট ২০২১ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রামেক হাসপাতালে নারীসহ ১০ দালাল গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা

Paris
আগস্ট ১২, ২০২১ ৩:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেকজ) হাসপাতালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন নারীসহ ১০ দালালকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে (৫ থেকে ১৫ দিন) বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. কাওসার হামিদ ও সানিয়া বিনতে আবজালের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- মো. হাদিউল ইসলাম, মো. নাইম হোসেন, মো. হুমায়ুন, মো. মোতাসিন, মো. ডলার, মো. সেলিম, মো. সাজ্জান, মোছা. মুসলিমা, মোছা. রোকেয়া ও মোছা. পলি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওসার হামিদ ভ্রাম্যমান পরিচালনার বিষয়ে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও র‌্যাবের ফোর্স সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নিয়ে যেতেন। এতে রোগীরা প্রতারিত হতেন। মূলত বিভিন্ন সময় রামেক হাসপাতালে রোগী, তাদের স্বজন ও ডাক্তারদের হয়রানি করার কারণেই তাদেরকে বিভিন্ন মেয়াদে (৫ থেকে ১৫ দিন) এই সাজা প্রদান করা হয়েছে।’

স/জে

সর্বশেষ - রাজশাহীর খবর