রবিবার , ৬ আগস্ট ২০১৭ | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাবির প্রক্টর মজিবুলের পদত্যাগ

Paris
আগস্ট ৬, ২০১৭ ১১:৫৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
ব্যক্তিগত কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান পদত্যাগ করেছেন। রবিবার (৬ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্য মো. আব্দুস সোবহান বরাবর পদত্যাগপত্র জমা দেন। উপাচার্য তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

পদত্যাগপত্রে অধ্যাপক ড. মজিবুল হক আজাদ খান উল্লেখ করেন, ‘ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করছি। কাজেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হলো।’

জানতে চাইলে অধ্যাপক মজিবুল হক বলেন, ‘অন্য কোনো কারণ নেই, লিখিত পদত্যাগপত্রে যা উল্লেখ করেছি; ওটা মূল কারণ। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। এখানে অন্য কোনো বিষয় খোঁজার মানে নেই।’

রাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবহান বলেন, ‘উনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে লিখিত দিয়েছেন। আমরা তার পদত্যাগ পত্রটি গ্রহণ করেছি। দ্রুত শূণ্য পদে দক্ষ ও যোগ্য শিক্ষককে দায়িত্ব দেয়া হবে।’

প্রসঙ্গত, ২০১৬ সালের ৩১ মার্চ প্রক্টর হিসেবে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মজিবুল হক আজাদ খান দায়িত্ব গ্রহণ করেন।

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর