বুধবার , ১৩ নভেম্বর ২০২৪ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাবি শিক্ষককে যৌন হয়রানির অভিযোগ থেকে অব্যাহতি

Paris
নভেম্বর ১৩, ২০২৪ ৯:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহা. এনামুল হককে যৌন হয়রানির অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৩৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুসারে, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহা. এনামুল হকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ অধিকতর পর্যালোচনা করে তাকে এ অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয় এবং তিনি বিভাগের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।

এর আগে, গত বছর মে মাসে মনোবিজ্ঞান বিভাগের সভাপতি কক্ষে বিভাগীয় সভা চলাকালে বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়ার সঙ্গে অধ্যাপক এনামুল হকের বাগবিতণ্ডা হয়। পরে ড. কেয়া যৌন হয়রানির অভিযোগ তুলে উপাচার্যের নিকট লিখিত অভিযোগ দেন সভাপতি। কিন্তু অভিযোগ মিথ্যা দাবি করে পাল্টা অভিযোগ দেন অধ্যাপক এনামুল। এ পরিপ্রেক্ষিতে তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্তের সুপারিশক্রমে গত বছর অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটে ড. এনামুল হককে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে দুই বছরের জন্য অব্যাহতি দেয়া হয়। অধ্যাপক এনামুল হক বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সভাপতি। ঘটনার পর থেকেই তিনি অভিযোগ করে আসছিলেন, ভিন্ন দলের হওয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।