সোমবার , ২৬ এপ্রিল ২০২১ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাতের আঁধারে রাবির মাটি পরিবহনের ট্রাক্টরচাপায় এক ব্যক্তি নিহত

Paris
এপ্রিল ২৬, ২০২১ ৫:৫৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাতের আঁধারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাটি নিয়ে যাওয়া ট্রাক্টরচাপায় এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবক হলেন নগরীর কুখুন্ডি বুধপড়া এলাকার দুলালের ছেলে মেরাজ হোসেন (২৬)। রবিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। মতিহার থানার এসআই ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুকুর খননের মাটি নিয়ে ওই ট্রাক্টরটি যাচ্ছিল। পাশেই আরেকটি পুকুর ভরাটের জন্য মাটি নিয়ে যাচ্ছিল ট্রাক্টরটি। এসময় ওই ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মেরাজের মৃত্যু হয়। খবর পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুকুর খননের মাটি অবৈধভাবে নিয়ে গিয়ে বাইরে ইটভাটায় ব্যবহার করা হচ্ছে এবং পাশে একটি পুকুর  ভরাট করা হচ্ছে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। কিন্তু আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় এই অবৈধ মাটির কারবার চলার কারণে এখনো সেটি অব্যাহত রয়েছে।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর