রবিবার , ৭ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীর সরকারী স্কুল গুলোতে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

Paris
আগস্ট ৭, ২০১৬ ৬:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
সারাদেরশের ন্যায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মানববন্ধন করেছে নগরীর বিভিন্ন সরকারী স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার  সকালে নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলের সামনে দাড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

13892015_210223212713528_7197530039221138386_n copy
সকাল ১১ টায় জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করে রাজশাহী পিএন বালিকা উচ্চ বিদ্যালয়। এ সময় স্কুলের সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীরা জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন প্লাকার্ড নিয়ে সঙ্গে নিয়ে থাকে। যেখানে জঙ্গিবাদ বিরোধী নানা স্লোগান লিখা থাকে।
রাজশাহী সরকারী পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজী বিষয়ের শিক্ষক রেজাউল করিম বলেন, শিক্ষার্থীরা যেন ছোট থেকেই জঙ্গিবাদ সম্পর্কে জানতে পারে, জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাড়াতে পারে এবং নিজেরা সাবধান হতে পারে, সে বিষয়টি বিবেচনা করে আমাদের আজকের এই মানববন্ধন। এর পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে তারা কোথায় কি করছে, কোন অসৎ সঙ্গে যাচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে।

13925207_533368283520431_4635214033021038060_n copy
শিক্ষার্থীদের মধ্যে চৈতীর ভাষ্যে, আমরা দেশের ভালো চাই। আমাদের এই দেশ কোন দুষ্ট চক্রের কারণে নষ্ট হয়ে যাক তা আমরা চাইনা। তাই আজ সবাই আমরা একতাবদ্ধ হয়ে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগ হয়েছি।

13934807_210223349380181_2683203726410196521_n copy
এদিকে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী কলেজিয়েট হাই স্কুল, ল্যাব্রটরী  হাই স্কুল, সরকারী মাদ্রাসা হাই স্কুল, সিরোইল সরকারী উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ সরকারী বালিকা বিদ্যালয়, অগ্রনী স্কুল এ্যন্ড কলেজেরে শিক্ষক-শিক্ষার্থীরা।

স/শ

সর্বশেষ - শিক্ষা