মঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে বাস-ট্রাক সংঘর্ষ, নারীসহ আহত ১০

Paris
জানুয়ারি ১৬, ২০১৮ ১:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর অদূরে মতিহারের দেওয়ানপাড়া এলাকায় বাঘাগামী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার কর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তাদের ম নারীর অবস্থা গুরুতর। মঙ্গলবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে মাসুদ রানা, ফিরোজা বেগম, জোবদুল ইসলাম, সাব্বির হোসেন, মোফাজ্জল হোসেন, মুসলিমা বেগম, জোসনা বেগম ও তসলিমা খাতুনকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার দিকে রাজশাহী থেকে বাঘাগামী একটি বাস নগরীর দিকে আসছিল। এসময় বালুবাহী একটি ট্রাক পদ্মা নদী থেকে বালু নিয়ে মতিহারের দেওয়ানপাড়া হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়কে ওঠার চেষ্টা করছিল। এসময় রাজশাহীগামী বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়।

 

নগরীর মতিহার থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের উদ্ধার করা হয়েছে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর