রাজশাহীতে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


নিজস্ব প্রতিবেদক :

পদ্মাপারের নোঙরে হাজির অতিথিরা। সকালটা আনন্দ আড্ডায় হয়ে উঠলো প্রাণবন্ত। ফুল হাতে কেউ জানালেন শুভ কামনা, কেউ দাবি করলেন সামনের দিনগুলোতে আরেকটু গুরুত্ব পাক রাজশাহীর মানুষের কথা। বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধিত্ব করুক গণমানুষের। নোঙরে অতিথিদের স্বাগত জানান নিজস্ব প্রতিবেদক কাজী শাহেদ।

পরে নোঙর চত্বরে কেক কাটা ও আড্ডা চলে। বাংলাদেশ প্রতিদিনের জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসেছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহীস্থ ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার, পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান, সচিক অধ্যাপক হুমায়ুন কবীর, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, শিক্ষক নেতা শফিকুর রহমান বাদশা, অধ্যক্ষ আবদুল মালেক, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল খালেক, সাবেক অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, ঋত্মিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ, বাংলাদেশ রেশম মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, নগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, নগর জাসদের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ শিবলী, বিএফইউজে সদস্য বদরুল হাসান লিটন ও শরীফ সুমন, আরটিজেএ’র সাবেক সভাপতি শ.ম সাজু ও আহসান হাবীব অপু, সাংবাদিক নেতা হাসান মিল্লাত, শিবলী নোমান, মামুন-অর-রশিদ, গোলাম রাব্বানী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের যুগ্মসাধারণ সম্পাদক মিজানুর রহমান টুকু, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, সদস্য শরিফুল ইসলাম তোতা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন, অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি তোফায়েল আহমেদ, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খান মুক্তা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিজভী এলাহী, রাজশাহী বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ফরিদ উদ্দিন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির শিক্ষক সহকারী অধ্যাপক আবুজর প্রমুখ।