মঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে রেলকর্মকর্তা নিহত

Paris
জানুয়ারি ১৬, ২০১৮ ১২:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, মীর সেকেন্দার আলীর ছেলে মীর আলতাফ হোসেন (৫৭)। তিনি পশ্চিমাঞ্চল রেলওয়ের  হিসাব বিভাগের কর্মকর্তা।

জানা গেছে, সকালে তিনি রেলগেট এলাকার ট্রেনে লাইনে হাট ছিলেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীর উদ্দেশ্যে কমিউটার ট্রেনের কাটা পরে। এসময় তার ডান পা কেটে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের কর্মীরা তার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে নিয়ে যায়।

রাজশাহী রেলওয়ে জিআরপি পুলিশের (ওসি) সাইদ ইকবাল সিল্কসিটিনিউজকে বলেন, তার মৃতদেহ ফায়ার সার্ভিসের সদস্যরা রামেক হাসপাতালে নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে নগরীর রাজপাড়া থানা পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে।

এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি।

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর