সোমবার , ৩ সেপ্টেম্বর ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে জিহাদী বইসহ দুই শিবিরকর্মী আটক

Paris
সেপ্টেম্বর ৩, ২০১৮ ১১:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে পুলিশের পৃথক অভিযানে শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সভাপতিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি ককটেল ও ২০ বস্তা জিহাদী বই উদ্ধার করা হয়। আজ সোমবার সন্ধ্যা সাতটায় নগরীর ডাঁশমারী মধ্যপাড়া ও রাত সাড়ে আটটার দিকে নগরীর সাধুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহিদ শহীদ শামসুজ্জোহা হলের শিবিরের সভাপতি সাকিব হাসান (২৩)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও জেলার মোহনপুর উপজেলার জাহানারাবাদ এলাকার সিরাজুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম সিরাজী।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম আটকের বিষয়টি নিশ্চত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সাধুর মোড় এলাকায় অর্কিড ছাত্রাবাসে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম সিরাজীকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়।

নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন বলেন, নগরীর ২৯ নম্বর ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ বস্তা জিহাদি বই, লিফলেট, হ্যান্ডবিলসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের শিবিরের সভাপতি সাকিব হাসানকে (২৩) আটক করা হয়। তিনি বলেন, নগরীর মির্জাপুর পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুর রহিম কাশেমের মোড় এলাকায় চেক পোষ্ট পরিচালনার সময় বাই সাইকেল যাওয়া একটি বস্তা তল্লাশী করে জিহাদী বই পাই। এ সময় তাকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ডাশমারি এলাকার শিবির কর্মী মৃত রাশিদুল হক রান্টুর বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে ২০ বস্তা জিহাদী বই উদ্ধার করা হয়।

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর