বৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর ২০২১ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রামেক হাসপাতালে জন্মের দুই ঘণ্টার মধ্যে ৫ সন্তানের মৃত্যু

Paris
সেপ্টেম্বর ৩০, ২০২১ ৯:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক প্রসূতির একসঙ্গে জন্ম নেয়া ৫ সন্তানের সবাই মারা গেছে। বৃহস্পতিবার ( ৩০ সেপ্টেম্বর)  বিকেল সাড়ে তিনটার দিকে জন্ম নেয়া সন্তানগুলো জন্মের দুই ঘণ্টার মধ্যে মারা যায় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।  ফলে প্রসূতি মা জেসমিন খাতুন একসঙ্গে ৫ সন্তান জন্ম দিলেও তাকে খালি হাতেই বাড়ি ফিরতে হচ্ছে। প্রসূতি জেসমিন খাতুন  চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার শহিদুল ইসলাম শহিদের স্ত্রী।

হাসপাতাল সূত্র জানায়, রামেক হাসপাতালে বিকালে একে একে ওই প্রসূতি মা পাঁচজন সন্তান জন্ম দেয়। জন্মদানের কিছুক্ষণের মধ্যে এক সন্তান মারা যায়। বাকি চারজনকে হাসপাতালের ২৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। একসঙ্গে পাঁচটি সন্তান প্রসবের খবর ছড়িয়ে পড়লে ওই নবজাতকগুলোক দেখার জন্য ২৪ নম্বর ওয়ার্ডে উৎসুক জনতার ভিড় জমে। পরে বিকাল সাড়ে ৫টার মধ্যেই সব কয়টি বাচ্চাই মারা যায়।

রামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বলেন, এক প্রসূতি মা রামেক হাসপাতালে এক সঙ্গে ৫ টি সন্তান প্রসব করে। মৃত্যুর পরপরই এক সন্তান মারা যায়। পরে বাকি চারজনকে হাসপাতালের ২৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছিলো। কিন্তু বেশ কয়েকটি বাচ্চা হওয়ার কারণে বাচ্চাগুলোর ওজন অনেক কম ছিল। অনেক চেষ্টা করেও কাউকে বাঁচানো সম্ভব হয়নি। জন্মের ২ ঘণ্টার মধ্যে সব কয়টি নবজাতকই মারা যায়।

জেএ/এফ

সর্বশেষ - রাজশাহীর খবর