মঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০১৭ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে জন্ম নেওয়া জমজ শিশু সুস্থ হয়ে উঠছে

Paris
সেপ্টেম্বর ২৬, ২০১৭ ১২:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে সাতমাসে জন্ম নেওয়া জমজ শিশু দুটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। জমজ শিশু দুটির অবস্থা অনেকটাই সুস্থ বলে আজ মঙ্গলবার সকালে শিশুদুটির দাদা আজিজুর রহমান সিল্কসিটিউিজকে বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত কয়েকদিন আগে সাকিলাকে প্রসব বেদনা নিয়ে রাজশাহীর ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়ে। সেখানে সাকিলার সিজার করা হলে, প্রথম সন্তান হিসেবে জমজ শিশু প্রসব করেন। সাত মাসে শিশুদুটি জন্ম নেওয়ার পরে শারীরি অবস্থার অবনিত হতে থাকে।

পরে সাকিলাসহ শিশু দুটিকে সিটিএম হাসপাতালের নিউন্যোটাল কেয়ারে ইউনিটের রেফার্ড করা হয়। সেখানে বেশ কিছু দিন চিকিৎসাধীন থাকার পরে বর্তমানের তাদের দুজনের অবস্থার অনেক উন্নতি হয়েছে।

শিশুদুটির দাদা আজিজুর রহমান সিল্কসিটিউিজকে জানায়, জন্ম নেওয়া পরে তারা অনেকটাই অসুস্থ ছিল। ছেলে প্রথম সন্তান, তার পরে আবার সুস্থ্য না। তাই তারা খুব চিন্তিত্ব ছিলেন। বর্তমানে শিশু দুটির অবস্থা অকেটাই উন্নত। কিছু দিনের মধ্যে বাড়িতে নিয়ে যেতে পাড়বো বলেছে ডাক্তাররা। তাদের দুজনের এখনো নাম রাখা হয়নি।

উল্লেখ্য, শাকিলা গত আড়ায় বছর আগে কেশরহাটের হারিদাগাছী এলাকার আজিজুর রহমানের ছেলে আসলাম হোসেনর সঙ্গে বিয়ে হয়। বিয়ে আড়ায় বছর পরে তাদের প্রথম সন্তান হিসেবে এই জন্মশিশু দুটি ঘর উজ্জ্বল করেছে।

স/আ

 

সর্বশেষ - সব খবর