সোমবার , ১৫ জুলাই ২০১৯ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে চামড়া শিল্প পার্ক গড়তে শিল্পমন্ত্রীর সাথে মেয়র লিটনের বৈঠক

Paris
জুলাই ১৫, ২০১৯ ৯:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী রাজশাহীতে চামড়া শিল্প পার্ক গড়ে তোলার লক্ষ্যে শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে বৈঠক করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ সোমবার মন্ত্রীর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রাজশাহীতে চামড়া শিল্প পার্ক গড়ে তোলার কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় শিল্পমন্ত্রী রাজশাহীর শিল্পায়নের ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে রাজশাহীতে চামড়া শিল্প পার্ক গড়ে তোলা অন্যতম একটি প্রতিশ্রুতি। এটি গড়ে উঠলে উত্তরাঞ্চলের চামড়া কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। সৃষ্টি হবে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ। এর মাধ্যমে দূর হবে এ অঞ্চলের বেকারত্ব।

এদিকে শিল্পমন্ত্রীর পরামর্শক্রমে চামড়া শিল্প পার্ক গড়ে তোলার কাজ এগিয়ে নিতে আজ বিকেলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) ভবনে বিসিক চেয়ারম্যান মো. মোশ্তাক হাসানের সাথে বৈঠক করেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন। এসময় বিসিক এর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আবদুল মান্নানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স/শা

 

সর্বশেষ - রাজশাহীর খবর