বৃহস্পতিবার , ২ ডিসেম্বর ২০২১ | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে এইচএসসি পরীক্ষা শুরু

Paris
ডিসেম্বর ২, ২০২১ ১০:৫৬ পূর্বাহ্ণ


এইচএসসি পরীক্ষা আজ থেকে শুরু। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এইচএসসির পাঁচটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিন পরীক্ষা হবে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র। এছাড়া সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র (রসায়ন), সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র (জীব বিজ্ঞান), খাদ্য ও পুষ্টি ১ম পত্র, লঘু সঙ্গীত (তত্ত্বীয়) ১ম পত্র বিষয়ের।

এসব পরীক্ষা পর্যায়ক্রমে সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১১টা ও দুপুর ২টায় শুরু হয়ে চলবে সাড়ে ৩টা পর্যন্ত। এলক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে রাজশাহী শিক্ষাবোর্ড।

রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডের মোট ১ লাখ ৫০ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। এবছর ছাত্র ৭৯ হাজার ৭১৫ জন ও ছাত্রী ৭১ হাজার ২২৮ জন। ছাত্রীর চেয়ে ছাত্রের সংখ্যা বেশি।

এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ৩৭ হাজার ৯৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় বসছে। এছাড়া মানবিক বিভাগে ৯৫ হাজার ২৬০ জন ও বাণিজ্য বিভাগে ১৭ হাজার ৩৬৬ জন ছাড়াও অন্যান্য বিভাগে ১২৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড় মোট ২০০টি কেন্দ্রে ৭৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় বসছে।

রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. হাবিবুর রহমান জানান, এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্নের নির্দেশনা দেওয়া হয়েছে।

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর