অস্থিতিশীল পেঁয়াজের বাজার অভিযানে পেঁয়াজের দাম কমে গেছে ৬০ টাকা। সোমবার সকাল থেকে পেঁয়াজ বিক্রি হচ্ছিল ২০০ কেজিতে। ভোক্তা অধিকারের অভিযানে পেঁয়াজের দাম নেমে আসে ১৪০ টাকা কেজি।
সোমবার বেলা ১২টার দিকে নগরীর সাহেববাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক মাসুম আলী।
এসময় তিনি তিনটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে তিনজন দোকানীকে তিন হাজার টাকা জরিমানারা করেন। বর্তমান বাজারে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি এবং পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি ধরে।
এছাড়া দাম বৃদ্ধির খবরে অতিরিক্ত পেঁয়াজ ক্রয় না করে, ভোক্তাদের যতটুকু প্রয়োজন ততটুকু ক্রয় করার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা। বাজার দর স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
নগরীর মাস্টারপাড়ায় পেঁয়াজের ছবি তোলাকে কেন্দ্র করে সংবাদকর্মীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে যান কিছু আড়তদার। এসময় তারা হুমকিও দেয়। ছবি ও ভিডিও করতে বাধা দেয় তারা। এ ঘটনায় সংবাদকর্মীরা প্রতিবাদও করেন। পরে সেখান থেকে চলে আসেন তারা।