রাজশাহী বিভাগে একদিনে আরও তিন করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিভাগে একদিনে আরও তিনজন করােনা পজেটিভ রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে বিভাগে করনা আক্রান্ত রোগীর সংখ্যা জনে। এর মধ্যে রাজশাহী ল্যাবে পাবনার একজনের এবং বগুড়ার ল্যাবে জয়পুরহাটের দু’জনের করোনা শনাক্ত করা হয়েছে।


জয়পুরহাটের দুজন হলেন, জয়পুরহাট সদরের একজন এবং পাঁচবিবি উপজেলার একজন। তাদের মধ্যে একজন বৃদ্ধ নারী এবং একজন পুরুষ।

এদিকে রাজশাহী বিভাগের আট জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে। এর মধ্যে মারা গেছেন ২ এজন। সুস্থ হয়েছেন দুইজন। বিভাগের সবচেয়েছে বেশি আক্রান্তের পরিমাণ জয়পুরহাটে। এখানে আক্রান্তের সংখ্যা ৩৪জন।

এছাড়াও দ্বিতীয় অবস্থানে থাকা বগুড়ায় আক্রান্তের সংখ্যা ২১, তারপরে নওগাঁয় আক্রান্ত ১৭, রাজশাহীতে ১৫, পাবনায় ১১, নাটোরে ৯, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ ২ জন করে।

স/আর

আরও পড়ুন:

রাজশাহী ল্যাবে আজ আরও একজনের করোনা পজিটিভ