শনিবার , ১৮ আগস্ট ২০১৮ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীর নৃত্যশিল্পী ওস্তাদ বজলার রামেক হাসপাতালের মেঝেতে চিকিৎসাধীন

Paris
আগস্ট ১৮, ২০১৮ ১২:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

স্বাধীনতা পদকপ্রাপ্ত রাজশাহীর গুনি নৃত্যশিল্পী ওস্তাদ বজলার রহমান বাদল গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তবে দেশের সর্বোচ্চ সম্মাননা প্রাপ্ত অস্তাদ বজলার রহমান বাদলের ঠাঁই হয়েছে হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডের মেঝেতে। তিনি কোনো শয্যা পাননি। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন বজলার রহমানের স্বজনরাসহ তাঁর শুভাকাঙ্খিরা।

ফারুক হোসেন নামের তার এক শুভাকাঙ্খি ফেসবুকে লিখেন, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নৃত্যগুরু বাদল (১০০)রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। কষ্ট হচ্ছে এই দেখে যে, তাঁর মতো মানুষকেও হাসপাতালের মেঝেতে থাকতে হচ্ছে। এ লজ্জা রাখি কোথায়? যাঁদের কিছু করার ক্ষমতা আছে, তারা দেখবেন প্লিজ।’

এদিকে হাসপাতাল সূত্র জানায়, বজলার রহমান বাদলকে শুক্রবার রাতে রামেক হাসপাাতলে ভর্তি করা হয়। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর

আপনার জন্য নির্বাচিত