মঙ্গলবার , ৫ মার্চ ২০১৯ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহী কারাগার পরিদর্শন করলেন জেলা ও দায়রা জজ

Paris
মার্চ ৫, ২০১৯ ৭:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

জেলা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করলেন রাজশাহীর জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম। মঙ্গলবার বিকেলে জেল কোড বিধি-৫৫ মোতাবেক নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে তিনি কারাগার পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি কারাগারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন। কারাগারের খাবারের মান ও কারা অভ্যন্তরের কয়েদিদের সুবিধা-অসুবিধাসহ নানা বিষয়ে খোঁজ-খবর নেন। বিনাবিচারে দীর্ঘদিন ধরে বন্দী হাজতবাসীদের সাথেও তাদের সমস্যার বিষয়ে কথা বলেন।

এছাড়া, রাজবন্দী হিসেবে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বন্দী থাকাবস্থায় কারাগারের সেলও পরিদর্শন করেন তিনি।

এসময় রাজশাহীর ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল অধিকারী, নেজারত বিভাগের ভারপ্রাপ্ত জজ ও যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ মো: আবু সাঈদ শুভ ও সিনিয়র জেল সুপার হালিমা খাতুনসহ উপস্থিত ছিলেন।

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর