রাজশাহী কলেজের হোস্টেল ভাড়া স্থগিত করলেন অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতিতে সংকটকালে রাজশাহী কলেজ হোস্টেলে শিক্ষার্থীদের ভাড়া স্থগিত করা হয়েছে। আজ রোববার রাত ১০ টার দিকে মুঠোফেনে কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীরা যেহেতু কলেজ হোস্টেলে থাকছে না। তারা এখন নিজ নিজ বাড়িতে অবস্থান করছে। তাই শুধু সিট ভাড়া দিতে হবে না শিক্ষার্থীদের। বাকি সব কিছু শিক্ষার্ধীদের বহন করতে হবে।

জানা গেছে, এবিষয় শিক্ষার্থীদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা-লেখি হচ্ছে। এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হকে চিঠি দেওয়া হয়েছে।

রাজশাহীর শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের দাবি নামক গ্রুপের এডমিন রাজু আহমেদ আপন বলেন, করোনা সংকটের মধ্যে শিক্ষার্থীদের সবার কথা মাথায় রেখেই এই গ্রুপটি করা হয়েছে।

যাতে আমরা সবাই মিলে যোক্তিক দাবি তুলে ধরতে পারি ও এর একটি সুষ্ঠু সমাধান হয়। মাত্র কয়েকদিনের ব্যবধানে এই পেজটির পরিধি অনেক বেড়েছে। এখন এই পেজের ১৪ হাজারের ওপরে সদস্য রয়েছে।