রবিবার , ২১ মে ২০১৭ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজবাড়ীতে ট্রেন লাইনচ্যুত, তিন রুটে ট্রেন চলাচল বন্ধ

Paris
মে ২১, ২০১৭ ১২:২৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:  রাজবাড়ী রেল স্টেশনের অদূরে ড্রাই-আইস ফ্যাক্টরি এলাকায় আন্তঃনগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে রাজবাড়ীর সঙ্গে রাজশাহী, পোড়াদাহ ও খুলনা এই তিন রুটের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

এর আগে, গতকাল শনিবার বিকাল ৪টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। ঘটনার ১৭ ঘণ্টা পরও লাইনচ্যুত বগি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে রেল যোগাযোগ স্বাভাবিক করতে ঘটনাস্থলে কাজ করছে স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

রাজবাড়ী রেলস্টেশন মাস্টার কামরুজ্জামান জানান, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীর উদ্দেশে ছেড়ে আসে ‘কালুখালী-ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেন’। ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশনের কাছাকাছি ড্রাই আইস ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে একটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়। এতে রাজবাড়ীর সঙ্গে তিনটি রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রাজবাড়ী রেলওয়ের ঊর্দ্ধতন উপ সহকারী প্রকৌশলী কাজী আব্দুল বারী জানান, উদ্ধারকারী রিলিফ ট্রেন রাজবাড়ীর উদ্দেশে রওনা হয়েছে। আশা করছি বিকালের মধ্যে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা সম্ভব হবে।

সূত্র: বাংলাট্রিবিউন

সর্বশেষ - জাতীয়