সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২০ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজনীতিতে আসছেন মেগান! জল্পনা তুঙ্গে

Paris
সেপ্টেম্বর ৭, ২০২০ ৪:৪৮ অপরাহ্ণ

অনেক আগেই ব্রিটেনের প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল স্বামীর সঙ্গে রাজপরিবারের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। মেগান বর্তমানে কানাডা এবং যুক্তরাষ্ট্রে বেশি সময় কাটাচ্ছেন। তিনি ভবিষ্যতে কী করতে যাচ্ছেন তা নিয়ে জল্পনা-কল্পনাও তুঙ্গে। তবে অবেশেষে মুখ খুলেছেন মেগানের এক এজেন্ট।

মেগানের এজেন্ট জোনাথন শালিত বলেছেন, এখনো পর্যন্ত মেগান প্রত্যক্ষ রাজনীতিতে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নেননি; কিন্তু তিনি রাজনীতিতে যেতে পারেন এবং মার্কিন প্রেসিডেন্টপ্রার্থী হবার অধিকারও তার রয়েছে। তিনি বড় মাপের সেলিব্রিটি হওয়ায় রাজনীতিতে নামলে মেগান দ্রুত ওপরে উঠে যাবেন বলে জোনাথন মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ৩৯ বছর বয়সি ডাচেস অব সাসেক্স হয়তো অতি দ্রুত এ ব্যাপারে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন ভক্তদের। আপাতত কৌতূহলী মনের কৌতূহল তিনি পুরোপুরি মেটাতে পারবেন না। ভবিষ্যতে ‘সারপ্রাইজ’ দিতে চান।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক