মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০১৬ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজধানীর লালবাগে অগ্নিকাণ্ড : দগ্ধ শিশুর মৃত্যু

Paris
সেপ্টেম্বর ২৭, ২০১৬ ৯:৪৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর লালবাগের পোস্তার ঢাল এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ শিশু সানজিদার মৃত্যু হয়েছে।

 

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে সানজিদার মৃত্যু হয়।

 

মৃত্যুর বিষয়টি জানিয়েছেন ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল।

 

গত ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে পোস্তার ঢাল এলাকায় টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডে সানজিদার পরিবারের চারজন দগ্ধ হয়েছিল। শিশু সানজিদার শরীরের ৪৭ শতাংশ পুড়ে গিয়েছিল।

 

এ ঘটনায় শিশুটির বাবা রেজাউল করিম, মা রানী আক্তার ও বোন আনিকা দগ্ধ অবস্থায় ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। আগুনে রেজাউলের শরীরের ১৪ শতাংশ, রানীর ২৬ ও অনিকার ২৬ শতাংশ পুড়ে যায়।

 

রেজাউল বলেন, ম্যাচের আগুন থেকে তাঁদের টিনশেড ঘরে আগুন ধরে যায়।

 

বাড়ির মালিক জাহাঙ্গীর বলেন, টিনশেড ঘরে আগুন বড় আকার ধারণ করার আগেই নিভিয়ে ফেলা হয়। পরে স্থানীয় লোকজন রেজাউল ও তাঁর পরিবারের সদস্যদের উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করেন।

সূত্র: এনটিভি

সর্বশেষ - জাতীয়