বৃহস্পতিবার , ১৯ আগস্ট ২০২১ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রবসন বনাম ছেত্রী

Paris
আগস্ট ১৯, ২০২১ ১০:৪৭ অপরাহ্ণ

এএফসি কাপ ডি গ্রুপের ম্যাচে কাল মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস ও বেঙ্গালুরু এফসি। প্রথম ম্যাচে বসুন্ধরা কিংস ২-০ গোলে হারিয়েছে মাজিয়াকে। অন্যদিকে মোহনবাগানের কাছে ২-০ গোলে হেরেছে বেঙ্গালুরু এফসি। তবে জয়-পরাজয়ের হিসাবের বাইরে শনিবার দুই দলেরই জয়ের বিকল্প নেই।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে জয় প্রয়োজন বসুন্ধরার। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে বেঙ্গালুরুকেও জিততে হবে। দুই দলের লড়াইয়ে সবার চোখ থাকবে কিংসের ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো ও বেঙ্গালুরুর ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রীর দিকে।

রবসন রবিনহো বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা তারকা। গোল করে এবং সতীর্থদের দিয়ে গোল করিয়ে এরই মধ্যে সবার মন জয় করেছেন তিনি। বল পায়ে জাদুকরের মতোই কারিকুরি দেখান তিনি। বাংলাদেশে মন জয় করা রবসন এবার মালদ্বীপে এএফসি কাপেও সবাইকে চমকে দিয়েছেন। মাজিয়ার বিপক্ষে দারুণ এক গোল করেছেন তিনি। দলকে উপহার দিয়েছেন জয়।

অন্যদিকে, সুনীল ছেত্রী এখন আহত সিংহের মতো। পরাজয়ের ক্ষত এখনো নিশ্চয়ই সারেনি তার। মোহনবাগানের বিপক্ষে তেমন একটা কার্যকরী ছিলেন না তিনি। এ কারণে বসুন্ধরা কিংসের বিপক্ষে নিজের সেরাটা দিয়েই হয়তো চেষ্টা করবেন। শনিবার বসুন্ধরা-বেঙ্গালুরুর লড়াইয়ে তাই এ দুজনের দিকেই নজর থাকবে সবার।

রবসন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১৯ গোল করেছেন। সুনীল ছেত্রী ইন্ডিয়ান সুপার লিগের গত মৌসুমে ২০ ম্যাচে করেছেন ৮ গোল। দুই দলের লড়াইয়ে এ দুজনই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। অবশ্য বসুন্ধরা কিংসে আছেন রাউল, ফার্নান্দেজ, জনি, সুফিল, ইব্রাহিমরাও।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - খেলা