সিল্কসিটিনিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের দিকে ধেয়ে যাচ্ছে পাঁচ ক্যাটাগরির ঘূর্ণিঝড়। এর নাম দেওয়া হয়েছে লেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বলেছে, ঘূর্ণিঝড় লেন মঙ্গলবার শক্তিশালী হয়ে ক্যাটাগরি ৫ ঝড়ে রূপ নিয়েছে।
প্রায় দুই সপ্তাহ আগেই ওই অঞ্চলের ওপর দিয়ে বয়ে গেছে হারিকেন হেক্টর। এবারের হারিকেন লেন হারিকেন হেক্টরের চেয়েও বেশি ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ২০ ইঞ্চি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে আকস্মিক বন্যা ও ভূমিধস হওয়ারও আশঙ্কা আছে বলে জানিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সপ্তাহের শেষেই ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। বর্তমানে ঘূর্ণিঝড়টি হাওয়াইয়ের খুব কাছেই আছে।
সর্বশেষ খবর অনুযায়ী, ওয়াইয়ের কাইলুয়া-কোনার প্রায় ৩৫০ মাইল দক্ষিণ ও দক্ষিণপূর্ব থেকে বুধবার উত্তরপশ্চিমের দিকে অগ্রসর হয়েছে হারিকেন লেন। বৃহস্পতিবার এটি উত্তর ও উত্তরপশ্চিমের দিকে অগ্রসর হতে পারে।