সোমবার , ১২ মার্চ ২০১৮ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

যুক্তরাজ্যে ইরানি রাষ্ট্রদূতকে হত্যার হুমকি

Paris
মার্চ ১২, ২০১৮ ১১:৩৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদকে একটি উগ্র ধর্মীয় গোষ্ঠীর সন্ত্রাসীরা হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ গোষ্ঠীটি সম্প্রতি লন্ডনে ইরানি দূতাবাসে হামলা চালিয়েছিল বলে জানিয়েছে প্রেসটিভি।

খবরে বলা হয়, নিজের টুইটার অ্যাকাউন্টে এমন অভিযোগ করেছেন বায়েদিনেজাদ। টুইটে হুমকিদাতাকে হোসেইন মারাসি কাজভিনি বলে উল্লেখ করেছেন। এ ছাড়া ওই ব্যক্তির ছবি ও তাকে দেয়া হুমকিগুলো তুলে ধরেছেন ইরানি রাষ্ট্রদূত।

বায়েদিনেজাদ আশা করেন, ইরানের বিচার বিভাগ বিষয়টি বিবেচনায় নেবে। মারাসি কাজভিনিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ইরানি রাষ্ট্রদূতের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ তুলেছেন।

গত শুক্রবার কয়েকজন ব্যক্তি লন্ডনে ইরানি দূতাবাসের দেয়াল বেয়ে উঠে জাতীয় পতাকা নিচে নামিয়ে ফেলে। এ সময় ব্রিটিশ পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে একেবারেই নিষ্ক্রিয় ছিল। তারা দূতাবাস ভবনে হামলা ঠেকানোর জন্য কোনো পদক্ষেপেই নেয়নি। এ ঘটনার জন্য ব্রিটিশ রাষ্ট্রদূতকে শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক