বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি ২০২২ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ম্যানসিটি বিশ্বের সেরা ক্লাব নয় : গার্দিওলা

Paris
ফেব্রুয়ারি ১০, ২০২২ ২:০৬ অপরাহ্ণ

গতরাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফর্ডকে ২-০ গোলে হারায় ম্যানসিটি। এতে দ্বিতীয়স্থানে থাকা লিভারপুলের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষস্থান আরো মজবুত করলো ম্যানচেস্টার সিটি। জয়সূচক গোল দুটি করেছেন রিয়াদ মাহারাজ ও কেভিন ডি ব্রুইনা।

এদিকে, একই রাতে ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের তৃতীয় স্থানে থাকা চেলসি।

ফাইনালে তাদের প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। ম্যানচেস্টার সিটির ক্লাব ইতিহাসে এখনো চ্যাম্পিয়নসলিগ জিততে পারেনি, যে কারণে ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ হয়নি তাদের। তাই ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে এসে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা জানালেন, ‘আমরা বিশ্বের সেরা দল নয়। বিশ্বের সেরা দল চেলসি, সেরা দল পালমেইরাস। আমরা সেরা নই। ‘

গার্দিওলা মনে করে ম্যানসিটিকে সেরা দল হিসেবে প্রশংসা করা এক প্রকার বোকামির মতো।  এই বোকা জিনিসগুলো তিনি পাত্তা দেন না বলে জানিয়েছেন। সাতবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতলেও এখনো ইউরোপের সেরার মর্যাদার মুকুট পড়া হয়নি ম্যানচেস্টার সিটির। গত মৌসুমে ফাইনালে খেললেও চেলসির কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল সিটিজেনদের।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা

আপনার জন্য নির্বাচিত