শুক্রবার , ২৮ এপ্রিল ২০১৭ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ম্যানচেস্টার ডার্বিতে কেউ জেতেনি

Paris
এপ্রিল ২৮, ২০১৭ ৮:৪৩ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রিমিয়ার লিগে মৌসুমের শেষ ম্যানচেস্টার ডার্বিতে কেউ জেতেনি। দুই নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

ইতিহাদ স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে দুই ম্যানচেস্টারের ম্যাচটা ছিল অনেকটাই নিষ্প্রাণ। তেমন কোনো উত্তেজনাই ছড়াতে পারেনি দুই দল। শেষদিকে অবশ্য কিছুটা উত্তেজনা ছড়িয়েছিল, তবে সেটি মারোয়ানি ফেলাইনি লাল কার্ড দেখায়।

সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে ফাউল করে আবার মাথা দিয়ে গুঁতো মারেন ফেলাইনি। প্রথমে হলুদ কার্ড দেখার ১৯ সেকেন্ডের মধ্যেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইউনাইটেডের বেলজিয়ান মিডফিল্ডার।

গোলশূন্য ড্রয়ের ফলে সেরা চারে থেকে প্রিমিয়ার লিগ শেষ করার দৌড়ে দুই দলের অবস্থানও থাকল আগের মতোই। ৩৩ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে চারে আছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে পাঁচে হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড।

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - খেলা