রবিবার , ১ আগস্ট ২০২১ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মুহূর্তের মধ্যে তলিয়ে গেল দোতলা বাড়ি (ভিডিও)

Paris
আগস্ট ১, ২০২১ ৯:২৮ পূর্বাহ্ণ

মুহূর্তের মধ্যে একটা দোতলা বাড়ির আটলান্টিক মহাসাগরে বিলীন হওয়ার দৃশ্য ধরা হয়েছে ক্যামেরায়। সমুদ্র পৃষ্টের উচ্চতা বেড়ে যাওয়ায় বাড়ির ভিত দুর্বল হয়ে বাড়িটি মুহূর্তের মধ্যে আটলান্টিক মহাসাগরে তলিয়ে যায় বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনেস এইরেসের মার ডেল টুয়ু এলাকায় আটলান্টিক মহাসাগরের উপকূল ২৮ জুলাই এ ঘটনা ঘটেছে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, সমুদ্রের ঢেউ বার বার বাড়িটির গায়ে আছড়ে পড়ছে। এক সময় ঢেউয়ের ক্রমাগত আঘাতে ভিত দুর্বল হয়ে বাড়িটি ভেঙে পড়ে।

স্থানীয় বাসিন্দারা বাড়িটি ভেঙে পড়ার ভিডিও ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা ভাইরাল হয়।

তবে ভেঙে পড়ার সময় বাড়ির ভেতরে কেউ না থাকায় এতে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক